Thursday, May 30, 2019

অবিন রায়চৌধুরী-র কবিতা





সন্দেহ

তোমার ফোন বিজি পেলেই আমার মাথা গরম হয়ে যায়।ভাবি,অন্য কোনো ছেলের সাথে কথা বলছো তুমি।দোকান থেকে ফিরতে একটু দেরি হলেও সেই একই অনুভূতি জড়ো হয় মনে।সহ্য করতে করতে একদিন তুমি এভাবে অতিষ্ঠ হয়ে ওঠো,সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাও।বন্ধুরা বলে:'তোর বিয়ে থা করা একেবারেই উচিত নয়।মনে রাখিস-সন্দেহ বোরো সাপের কামড় যা দিনে দিনে বিষিয়ে ওঠে।'এসব আগুন পেরিয়ে আমি তোমাকে নিয়ে চলে যাই শান্ত এক উপত্যকার দেশে।তোমার পাশে বসে তোমার  কানে কানে বলতে থাকি অনবরত:-সন্দেহ কোনো রোগ নয়,সন্দেহ কোনো রোগ নয়,সবসময় তোমাকে ছুঁয়ে ছুঁয়ে থাকার এক গভীর ইশারার নামই সন্দেহ।


2 comments:

একঝলকে

ভেঙে যাওয়ার পরে- একটি উপন্যাসের পাঠপ্রতিক্রিয়া- রিমি মুৎসুদ্দি

  ‘মৃত্যুতে শোক থাকে কিন্তু সামাজিক অপযশ থাকে না । ’ ‘ মৃত্যু ’ ‘ শোক ’ ‘ অপযশ ’- একটা গোটা উপন্যাস থেকে এই তিনটে শব্দই কেন...

পছন্দের ক্রম