Thursday, May 30, 2019

ওবায়েদ আকাশের কবিতা






তুমুল প্রতিমা
 (প্রিয় নুসরাত, ক্ষম হে, নিস্তরঙ্গ জলে যারা মীন হয়ে বাঁচি)

এমন আত্মপ্রকাশিত ভোরে
কোথাও তুমি নেই
দীর্ঘ টানা বারান্দায় অর্থহীনতার অজস্র বুদ্বুদে তুমি নেই

তবে কি কোথাও দীর্ঘশ্বাসে আছ?
গুগলে কিংবা সভ্যতায়?

ধুলোয় ওড়ানো সংক্রমণ
ফুলের সৌগন্ধ জাঁপটে ধরা কাল
কিংবা চৈতালি ফসলের মতো শরীর পুড়িয়ে-খাওয়া
মরসুম; মুহূর্ত কামনার বিষ
কে তোমাকে বাঁচাতে চেয়েছে সকল মাতৃত্ব থেকে?

আজকাল ট্রাকভর্তি যেসব ফুলেল শুভেচ্ছা
অন্তর্গত বেদনাগুচ্ছ হঠাৎ মিলিয়ে যাবার পাঁয়তারা--
কেউ বলে তাতে তুমি ছিলে হঠাৎ দীর্ঘায়ুপ্রবণ, তুমুল প্রতিমা

তুমি যে বৃক্ষের নিচে ঘাসের ইশারা নক্ষত্রকুচি আর
শাশ্বত মাটি, সবুজ প্রকৃতির অবিশ্বাস্য সম্পাদনা
ভালবেসেছিলে, জনান্তিকে তারা আজ কোথায় লুকাল?

তুমি যে হলুদ-ফুলেদের খোপাটি ছিলে
নদীটা ছিলে অগণিত মীন, অভ্রান্ত স্রোতের--
চিরদুরবোধ্য গণিতের সেই কোথাও কোনো শূন্যতে নেই
সমাধানে নেই

ঘোর দুরযোগে পাহাড়ের ঢালে আলোর অপেরা
নাগকেশরের অগণিত ফণা-- যারা ভালবেসেছিল
তারা ফিরে গেছে পাহাড় উজিয়ে যে কোনো টিলায়--

তুমি আজ নেই
তুমি ফিরে গেছ শঙ্কিত আয়ুর ধাতব প্রস্তাবে
অথবা তাদের লালসার হেম, প্রথাগত আগুনের জিহ্বায়
***
পুরানা পল্টন,  ২৯/০৩/২০১৯


ফুলেরা বেঁচে থাক

পতঙ্গ শিকারী, ফুলের সঙ্গে সৌজন্য জানে না
ফলে শিকারের ভাঁজেই মরে যায় ফুল

এইসব হত্যাদৃশ্য একদিন খুব কাছ থেকে দেখবো বলে
অজস্র ফুলের শরীরে নিজেকে বিলিয়ে দিয়ে
                 খুন হবার প্রতীক্ষায় আছি

একদিন দেখে ফেললাম খুনীর বিষাক্ত দাঁত
আর একদিন তার রাক্ষুসে জিহ্বা--

আর যেদিন বুকের খুব গভীরে ঢুকে
খুনীর পাথর মনটি দেখে ফেলবো বলে
তার মুখের মধ্যে মাথা ঢুকিয়ে দিয়েছি
সেদিনই প্রথম ফুলের আগে খুন হলাম আমি

অগণিত ফুলের গায়ে ছড়ানো ছিটানো
দেহ-ভগ্নাংশকে বললাম-- এইভাবে খুন হতে শেখো

পৃথিবীতে ফুলেরা বেঁচে থাক
***
৮/১২/১৮/ পুরানা পল্টন


শালিক তাড়াতে গিয়ে

শালিক তাড়াতে গিয়ে উঠোনভর্তি ধানে
আকণ্ঠ তলিয়ে গেছি

রোজ আমাকে টেনে তুলছে
দুপুরের ঢালে ভর করা রোদ
ছোট্ট পুকুরে কাঁধে কাঁধ ঢেউ, কচুরিপানায়
ছোট মাছেদের ব্যাকুল সাঁতার

গরু চড়াতে গিয়ে ঘাসফুলের আদরে
পালানে লুটিয়ে পড়েছি
আর আমাকে মাতাল করেছে
রসের হাঁড়িতে গর্ভবতী খেজুরের প্রকাণ্ড গাছ
পলো নিয়ে কাঁধে পাড়ার লোকেদের হৈহুল্লোড়, হাঁক

তোমাকে লিখতে গিয়ে সংসারের আয়ব্যয়
এটাসেটা চাহিদা ভুলে
লিখেছি এই পাতাঝরা আর
মেহগনি ফলের বঙ্কিম ভঙ্গিমা

তোমাকে শোনাতে গিয়ে গেয়েছি এই
বাংলা আমার জীবনানন্দ...
বাংলা আমার অনেক দামে কেনা
***
২৩/১০/২০১৮
পুরানা পল্টন


No comments:

Post a Comment

একঝলকে

ভেঙে যাওয়ার পরে- একটি উপন্যাসের পাঠপ্রতিক্রিয়া- রিমি মুৎসুদ্দি

  ‘মৃত্যুতে শোক থাকে কিন্তু সামাজিক অপযশ থাকে না । ’ ‘ মৃত্যু ’ ‘ শোক ’ ‘ অপযশ ’- একটা গোটা উপন্যাস থেকে এই তিনটে শব্দই কেন...

পছন্দের ক্রম