ছুঁতমার্গ
তোমাকে ছুঁইনি
চারদিন
গেয়েছে ভজন শুধু
মীরাবাঈমন
বন্ধ ঘরে অঝোরে
অঝোরে ...
সন্দেহ স্বামীর
।আর
কাদা- থুতু- মার
ঘরময় কুমকুম ছড়িয়ে
পড়েছে
বন্ধ ঘরে কি যে
করে--
লোকে কিনতু আমাকে
দুষেছে
লেখা শ্যাম ,শ্যামলেখা নাম
প্রতি শব্দে নূপুরের
ধ্বনি
সুগন্ধ সুগন্ধ...
কলঙ্ক মোতির মালা
দেহমন গোলাপসাবান
ছুঁইনি তোমাকে
তোমার বাঁশির সুর
সমস্ত ছুঁয়েছে
কিছুতে মানেনি
ছুঁতমার্গ
আমাকে নেয়না আর
আত্মীয়সমাজ
একাকীর বন্ধ ঘরে
সহস্র ফনায় নাচে
লেখা শ্যাম ,শ্যামলেখা নাম
No comments:
Post a Comment