কবিতাগুচ্ছ
তিন নারী
১.
প্রিন্সেপ ঘাটের জলে পা ডুবিয়ে বসে আছে আসন্নপ্রসবা উপকথা
কুসুম কাঁচুলি বেয়ে ঝরে পড়ছে অস্ফুট
আনন্দ-বেদনা
কে যে তাকে দেখিয়েছে প্রেমের কুহক
কলঙ্কের আড়বাঁশি শুনিয়েছে তাকে
নিচু স্বরে এইসব আলোচনা করে চলে সান্ধ্যনগরী
প্রিয় পুরুষের স্বপ্ন মেঘ ও মাথুর হয়ে সমর্পিতার কানে বাজে
'অঙ্কুর
তপনে' তার পুড়ে যায় হিয়া
২.
আর কোনো কথা নেই,মাথা নীচু সমস্ত প্রহর
দীর্ঘ অভিযোগ আজ স্বামীর আজ্ঞা হয়ে নেমেছে শরীরে
থালায় কুসুম ভাত, মাছি ওড়ে, নাকি ও
ভ্রমর!
মেঝেতে গড়িয়ে যায় মাটির কলস
মেটে ঘরে থইথই বধূর বিষাদসম ঋতুরক্ত,জল
৩.
নক্ষত্রের নীচে শুয়ে রাজার নন্দিনী
পদ্মপত্রে জলসম অস্থির স্বভাব
বিষণ্ণ পঙক্তির মতো একা
অগ্নিভ চীনাংশুক
দুহাত ছড়িয়ে আছে সমর্পণে, রতিমুদ্রায়
প্রত্যেক আসঙ্গ শেষে করতলস্থিত নদীটিতে
প্রেমিকের আয়ু ডুবে যায়
No comments:
Post a Comment