Thursday, May 30, 2019

বিশ্বজিৎ দেব -এর কবিতা





ভাবনা


শুধু ভাবে আর
কারা যেনো ভেবে ভেবে
 
একা হয়ে যায়
  যেভাবে জন্ম মৃত্যু 
দুদিকেই ঘাসেরা গজায়
  

আকাশ নক্ষত্রময় মায়াবী সুনীল
 
এছাড়া খেয়াল ধরে ঠুংরি নেমেছে
কার সন্ধ্যায়, শুধু ভাবে আর
কারা যেনো ভেবে ভেবে একা হয়ে যায়
 

অরন্যের অধিকার থেকে এসেছে সে
ফ্রেমে বাঁধা সবুজের ছবি, করাতের দাঁতের
ঝিলিকে কেটে নিজেকে সাজায়

শুধু ভাবে আর কারা যেনো
ভেবে ভেবে একা হয়ে যায়!

সংস্কার

কাঁদলেই তুমি ধরা দেবে এসে
খুব নীচুঃস্বরে বাংলা ভাষায়
 
এটুকুই ছিল বর্ননাও, যেন
গরীবের পুরোনো সংস্থার
  

দৌড়ে এসেছো তুমি.....
বছরে বছরে এই বিশ্বাসের বদলে যায়
 
বায়ুপুরানের গতি, পাখিদের শোকচিহ্নে ঢাকা গ্রাম নিঝুম বেইলি সেতুটি


তারা ও মাটির মিশেলে 


তারারা তোমার কথা বলে
 
ঝলসে আছে সারা গায়ে
যাকে তুমি চিহ্ন দিয়েছো
আলোকবর্ষ থেকে এনে

রাত পোড়া শেষে
এই নিয়ে কথাও উঠেছে
লাল টুকটুকে,শীতের সকালে উড়ে যাচ্ছে
 
ছাই তারা ও মাটির মিশেলে ...

আমাদের অজো পাড়াগাঁয়ে
 
দেবতার থানে লোকে জড়ো হয়
 
এই ঘোর বিস্ময়ে!

গেঞ্জির অপবাদগুলি


পুরোনো গেঞ্জির ভেতরে যে
গলে যাচ্ছে সহজেই
সে আমার প্রত্যঙ্গের ব্যথা, অনঃশ্বর
কোনো বাসনা ছাড়াই
 

অসমাপিকার ক্রিয়াপদগুলি জানে
এই পরিমিতিবোধ, জানে তীব্র ডিটারজেন্টেও থেকে যাওয়া তিতীক্ষার
 
দাগ তেল চিটচিটে আবরন স্তর

ন্যুনতম কোন বাসনা ছাড়াই
সে ঝেড়ে ফেলছে নস্টালজিক
 
শীতের বাকল!




No comments:

Post a Comment

একঝলকে

ভেঙে যাওয়ার পরে- একটি উপন্যাসের পাঠপ্রতিক্রিয়া- রিমি মুৎসুদ্দি

  ‘মৃত্যুতে শোক থাকে কিন্তু সামাজিক অপযশ থাকে না । ’ ‘ মৃত্যু ’ ‘ শোক ’ ‘ অপযশ ’- একটা গোটা উপন্যাস থেকে এই তিনটে শব্দই কেন...

পছন্দের ক্রম