Friday, May 31, 2019

তন্ময় ধর - এর কবিতা







সমুদ্রের কবিতা
           -
১।

এই ল্যাটেরাইটে সমুদ্রস্রোতের যে গল্প আছে
সেখানে তোমার পূর্বাভাসে ভিজে উঠছে আমার হাত
দৃশ্যে শুধু মাছের চোখ, আর কিছু নেই
জল থেকে সরতে সরতে প্রাচীন ক্রোম্যাগনন মানুষের আগুনে, জিভে, টায়ালিনে
তুমি ছুঁড়ে দাও কন্ঠনালী, তীব্র হাড়
জ্বলতে থাকে,
আমরা সামুদ্রিক রেস্তোরাঁয় ঢুকে
খুলে ফেলি ধোঁয়া-ওঠা ফিশ ফ্রাই
২।
আমাদের রেসিপিতে শাদা একটা মাছ, আঁশযুক্ত
নায়িকার অভিনয় থেকে সরিয়ে নিচ্ছে খাদ্য, ঠোঁট ও শ্বাসাঘাত
আমার ইলাস্টিসিটি বাড়ছে
সমুদ্রের এই অংশ বড় উত্তাল, ফেনায় এখানে তীব্র লাল কাঁকড়ার ঢল
রেসিপিতে আরেকবার চোখ বুলিয়ে নেওয়ার জন্য
রক্তনালীতে ঈশ্বর আসছেন
মীননক্ষত্রমন্ডলীর আলো ভাঙছে আমাদের গল্পে
৩।
আমাদের সমুদ্রে কোন ঘুম নেই
জন্মান্ধ কুয়াশার ভিতর কাছিমের ডিম ভাঙা ছায়া
সিকতার অস্বস্তিতে তুমি রঙ পালটে দিচ্ছো
মিলনরত হেবজ্র ও নৈরাত্মার
সেল্‌ফলেস লাল ও নীল দু’টি রঙের শীতগন্ধ থেকে
উড়ে যাচ্ছে অগণন পাখি
এখনো কান্না উচ্চারিত হলে
সাগরের গর্ভফুল মহাদ্যুতি ছড়াবে আকাশে
৪।
আমাদের সমুদ্রে কি মহাজিজ্ঞাসা নেই?
ধাবমান সপ্তর্ষির স্খলিতগতি থেকে আকাশে ও জলে
পৃথিবীর ধ্বনি-প্রতিধ্বনি জড়ানো এই মাংসাশী উচ্চারণে
হাতে হাত রেখে হাঁটতে হাঁটতে চমকে উঠছি মৃত মাছ, সাপের খোলসে
নক্ষত্রের এত নীচে, স্মৃতিহীন ফোঁটা ফোঁটা যন্ত্রণা
লাল নীল শুক্তি ও প্রবালে বোবা
নিঃশব্দ জরায়ুমুখ খুলে দ্যায় ঈশ্বরের স্তব্ধতা
দীর্ঘ দীর্ঘ শ্বাস টানে মহাসমুদ্রের ঢেউ
৫।
প্রলয়বিন্দুর হিসেব থেকে মধ্যিখানের আমি অথবা আদিম ধীবর
আজীবন মাছ হয়, সাঁতরে সাঁতরে ধরে রাখে নিরুপায় এক জলদুখী বিকেল
তুমি শুনছো না, শূন্যগর্ভ এক প্যারাগ্লাইডিং থেকে
চমকে উঠছে প্রাচীন সহস্রাব্দ, সাবালক ছায়াপথ
আলো ভাঙে, মহাকালের সংসার-নদী ভাঙে
জলমন্ডলের সমস্ত ঠোঁটে আমার নাম উচ্চারিত হয়
তুমি শুনছো না, জন্মমৃত্যু নেমে যাচ্ছে শীঘ্র সমুদ্রের পতনে
হঠাৎ মোড় ঘুরতেই পায়ে লাগছে চোরাবালি

৬।
আবছা এক বৃত্তদোষে আমরা ভিজতে থাকি
শঙ্খের পায়ের ঘুমঘুম ছাপ থেকে ফ্রিডম্যান তত্ত্বে ফুলে ওঠা
ছায়াপথের নাভি, তুমি অসমাপ্ত ঢেউ অর্ডোভিসিয়ান যুগের
তীব্র লাল কাঁকড়ার দোষে বুনেই চলেছো সন্তানের দেয়ালা
দ্যাখো, গর্ভপুষ্প নেই, মৃত্যুফাঁদ নেই, কালনিরোধক নেই
তুমি হাঁটা থামিয়ে ফেলেছো, পুবের তরল আকাশে
মৃগশিরা নক্ষত্রের ক্যারেজ ও মিসক্যারেজে, সত্যি করে বলো দেখি,
তোমারও সমুদ্রের কাল শেষ হল নাকি?


No comments:

Post a Comment

একঝলকে

ভেঙে যাওয়ার পরে- একটি উপন্যাসের পাঠপ্রতিক্রিয়া- রিমি মুৎসুদ্দি

  ‘মৃত্যুতে শোক থাকে কিন্তু সামাজিক অপযশ থাকে না । ’ ‘ মৃত্যু ’ ‘ শোক ’ ‘ অপযশ ’- একটা গোটা উপন্যাস থেকে এই তিনটে শব্দই কেন...

পছন্দের ক্রম