Thursday, May 30, 2019

মানবেশ মিদ্দার





ধ্যানের ঊষা

আকাশ মাঝে তারার চোখে দুচোখ রেখে চেয়ে থাকি।
সে-দিনটারই অপেক্ষাতে দিন কেটে কি একা-একি!
অপেক্ষা আজ অপেক্ষা নেই ধ্যান হয়েছে হৃদয় জুড়ে,
আত্মা, হৃদয়, শরীর, মনে ছোঁয়া-ছুঁয়ি ঘুরে ফিরে।
শেষের দিনের শেষ বেলাতেও ধ্যান ভাঙেনা খাঁচার পাখির !
তারার আলোয় চেয়ে থাকে মন-ফকিরামনের ফকির।
ওই যে তারা, ওই তারাটাই, মাটির কাছে ওই নেমেছে।
ওই তারাটাই বুজলো দুচোখ! জাগিয়ে রেখে ঘুমিয়ে গেছে।
আর কতোটা, আর কতোটা ? আকাশ মাটির মিলন রেখায় ?
ধ্যানে, মনে এমন পাওয়া! দূরের থেকে এমন দেখায়!
মন ভরেছে অপেক্ষাতে, প্রাণ-পরশে প্রাণ ভরেছে,
ফাঁপা শরীর চিতায় পোড়ে, ধ্যানে মনের ঘুম ভেঙেছে।
ওই যে নতুন, ওই যে সকাল, ওই তো নতুন ধ্যানের ঊষা।
ঐ তো নতুন অপেক্ষা-ঐ, ঐ তো আশা, ভালোবাসা।
______________

No comments:

Post a Comment

একঝলকে

ভেঙে যাওয়ার পরে- একটি উপন্যাসের পাঠপ্রতিক্রিয়া- রিমি মুৎসুদ্দি

  ‘মৃত্যুতে শোক থাকে কিন্তু সামাজিক অপযশ থাকে না । ’ ‘ মৃত্যু ’ ‘ শোক ’ ‘ অপযশ ’- একটা গোটা উপন্যাস থেকে এই তিনটে শব্দই কেন...

পছন্দের ক্রম