একটি কবিতা
দূরে দূরে সরে সরে
যতোটা পারি দূরে সরে থাকি
জল থেকে
দল থেকে
পদ্ম থেকে
ফুল থেকে
এমনকি তোমার হাতছাপ থেকে
জল থেকে
দল থেকে
পদ্ম থেকে
ফুল থেকে
এমনকি তোমার হাতছাপ থেকে
কোথাও দাঁড়াবার জুতসই স্থানটুকু নেই যে
দাঁড়িয়ে দাঁড়িয়ে ছায়াকে ঘনিষ্ঠ হতে দেখবো
দাঁড়িয়ে দাঁড়িয়ে ছায়াকে ঘনিষ্ঠ হতে দেখবো
মাথা তুলে দেখবো আকাশটাকে - দেখি আগুনের তান্ডব
পুবে তাকালে পশ্চিম জ্বলছে
পশ্চিমে তাকালে পুবে ছারখার
উত্তর নিচু হলে দক্ষিণ ডোবে দলদলে
পুবে তাকালে পশ্চিম জ্বলছে
পশ্চিমে তাকালে পুবে ছারখার
উত্তর নিচু হলে দক্ষিণ ডোবে দলদলে
যতোটা সম্ভব দূরে সরে থাকি কুয়াশায়
শরীর থেকে
জোছনা থেকে
ধরম থেকে
পরশ থেকে
এমনকি তোমার নির্মিত অহংকার থেকে
শরীর থেকে
জোছনা থেকে
ধরম থেকে
পরশ থেকে
এমনকি তোমার নির্মিত অহংকার থেকে
বাতাসকে খবর দিই বরং সন্ধের আবেশে একবার এসো
ঈশান কোণের ধূসররঙের বাহারে
তোমাকে দেখি তরতাজা কবিতার মলাটে
ঈশান কোণের ধূসররঙের বাহারে
তোমাকে দেখি তরতাজা কবিতার মলাটে
No comments:
Post a Comment