Wednesday, May 29, 2019

তন্ময় চট্টোপাধ্যায়-এর কবিতা





ভাসমান

একটা ছেঁড়া পালক উড়ে যাচ্ছে ,
নীচে শহরের আনাচ কানাচ
নীচে নামা সিঁড়ি 
গলি খানা খন্দ 
সবুজ খুঁড়ে উঠে আসা বহুতল,
সন্ধ্যের হাওয়ায় মিশছে শহরের নাভিশ্বাস। 
ভাসতে ভাসতে এগিয়ে চলেছে পালক...

সংবাদ মাধ্যমে ঘোষিত হচ্ছে-
পাখিটির খোঁজ এখনও পাওয়া যায়নি। 

=========
মুক্তি 

ফোঁটা ফোঁটা গড়িয়ে পড়ছে নোনতা জল,

আকাশ চিঁড়ে উড়ে যাচ্ছে উড়ো জাহাজ

শেকলের দাগে লেগে থাকে বাতাসের ঘ্রাণ। 
জ্বলে যায় আকাশবাতি,
ঘরে সুগন্ধি ধূপের গন্ধ;

জানলার বাইরে ভিজে, শান্ত ডায়েরির পাতা...
=========

বিষাদ

চোখের তলায় চোরা স্রোত
ডুবুরি তলিয়ে যায় সন্তপর্ণে  

শুকনো গাছের টানা টানা পাতা
তাতে সন্ধ্যে লেগে আছে। 

গভীর গভীর আরোও গভীর
মুঠো ভরে তুলে নিয়ে আসা কাদা মাটি,
বানানো মূর্তি বুঝেছে কান্নার দাম। 



No comments:

Post a Comment

একঝলকে

ভেঙে যাওয়ার পরে- একটি উপন্যাসের পাঠপ্রতিক্রিয়া- রিমি মুৎসুদ্দি

  ‘মৃত্যুতে শোক থাকে কিন্তু সামাজিক অপযশ থাকে না । ’ ‘ মৃত্যু ’ ‘ শোক ’ ‘ অপযশ ’- একটা গোটা উপন্যাস থেকে এই তিনটে শব্দই কেন...

পছন্দের ক্রম